অনলাইনে ই-টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম | TIN Certificate Correction

অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনি হাতে থাকে স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস ব্যবহার করে টিন সার্টিফিকেট সংশোধন করতে পারবেন অর্থাৎ TIN certificate correction করতে পারবেন।

আমরা টিন সার্টিফিকেট তৈরি করার সময় তাড়াহুড়া এবং অন্যান্য কারণে বিভিন্ন সময় আমাদের টিন সার্টিফিকেটের মধ্যে থাকা – নিজের নাম, বাবার নাম, মাতার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, বর্তমান, স্থায়ী ঠিকানা অর্থাৎ যেকোন ইনফরমেশন যদি আমাদের ভুল হয়ে থাকে।তাহলে এই সকল ইনফরমেশন গুলো আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ঘরে বসে সংশোধন করতে পারবেন।

টিন সার্টিফিকেট এর সকল ইনফরমেশন সংশোধন করার জন্য অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

TIN Certificate সংশোধন করার নিয়ম

অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেটের যেকোনো ইনফরমেশন সংশোধন করার জন্য।প্রথমে আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে সার্চ করবেন ” https://secure.incometax.gov.bd ” এরপরে ছবিতে থাকা নিচের মত এরকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ হোম পেজটি চলে আসবে এই টিন রেজিস্ট্রেশন এর ওয়েবসাইটের।

অনলাইনে ই-টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

এরপরে আপনার সামনে লগইন করার ইন্টারফেস চলে আসবে লগইন অপশনে গিয়ে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।এরপরে আপনার সামনে আপনার প্রোফাইলটি চলে আসবে নিচের ছবির সঙ্গে মিলিয়ে নিন।

অনলাইনে ই-টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

প্রোফাইলের বামে থাকা মেনুগুলো থেকে “file transfer “এই অপশনটির উপরে ক্লিক করুন।

আপনার জন্য- ই-টিন সার্টিফিকেট বাতিল করার বা বন্ধ করার নিয়ম

এই অপশন থেকে আপনি আপনার সোর্স অফ ইনকামসার্ভিস লোকেশন, এগুলোর খুব সহজে পরিবর্তন আনতে পারবেন।

নিচে থাকা রিজন লিখে “send request” উপরে ক্লিক করে দিন।

অনলাইনে ই-টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

এখন আপনি যদি চান আপনার টিন সার্টিফিকেটে থাকা মোবাইল নাম্বার, ইমেইল আইডি, এবং বর্তমান স্থায়ী ঠিকানার  পরিবর্তন করবেন তাহলে মেনুতে থাকা “change contact” এই অপশনটির উপরে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য চেঞ্জ করে নিচে থাকা “সেভ” অপশনের উপরে ক্লিক   করে দিন।

অনলাইনে ই-টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

এরপরে আপনি যদি চান আপনার টিন সার্টিফিকেট থাকা আপনার পিতার নাম, মাতার নাম, আপনার স্ত্রীর নাম,  আপনার জেন্ডার এগুলোরও পরিবর্তন আনতে চান তাহলে অবশ্যই মেনুতে থাকা  ” edit/correct/update ” এই অপশনটির উপরে ক্লিক করে  সেটি সিলেক্ট করে  “next”  উপরে  ক্লিক করে দিন।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

পরবর্তী ধাপে আপনি ইডিট অপশন পাবেন সেখানে এডিট করে সঠিক নাম বা রিজন বসিয়ে দিন।

এরপর” submit request “ এই অপশনটির উপরে ক্লিক করে দিন তাহলেই আপনার সকল ইনফরমেশন সংশোধন হয়ে যাবে।

অনলাইনে ই-টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

উপরের এই সকল নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে E-TIN certificate correction অর্থাৎ তিন সার্টিফিকেটের যেকোনো ধরনের ইনফরমেশন সংশোধন করতে পারবেন।

এছাড়াও এই ইনফরমেশন গুলো আপডেট করার পর আপনি যে কাজটি করবেন মেনুবার থেকে “view Request Status”  এই অপশনটি থেকে আপনি যে পরিবর্তনের রিকোয়েস্টগুলো দিয়েছেন তারা আপডেটগুলো আপনি দেখতে পাবেন।

অর্থাৎ এখান থেকে আপনার পরিবর্তন হতে কত সময় লাগবে? কবে পরিবর্তন হবে ?পরিবর্তন হয়েছে কিনা এ টু জেড সকল বিষয়গুলো দেখতে পাবেন।

আশা করছি আপনারা যারা টিন সার্টিফিকেটের সংশোধন আনতে চাচ্ছিলেন তারা এই নিয়মটি অনুসরণ করে খুব সহজেই আপনারাই কাজগুলো করতে পারবেন।

এছাড়াও আপনার সকলেই জানেন যে আমরা এই ওয়েবসাইটে লিখা লেখির পাশাপাশি  নিজস্ব ইউটিউব চ্যানেলের সেই সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি

তাই অবশ্যই নিচে থাকা এই লিংক থেকে যারা আপনারা ভিডিও দেখেই সমস্যাটি সমাধান করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।

টিন সার্টিফিকেট সম্পর্কিত প্রশ্ন উত্তর

অনলাইনে মাধ্যমে টিন সার্টিফিকেট করা যায় কিনা?

জি বর্তমানে আপনি ঘরে বসে নিজে অনলাইনের মাধ্যমে আপনার টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।

টিন সার্টিফিকেট তৈরি করতে টাকা প্রয়োজন হয় কিনা?

টিন সার্টিফিকেট তৈরি করতে অফিশিয়াল এ কোন টাকা বা চার্জ এর প্রয়োজন নেই।

টিন সার্টিফিকেট কারেকশন অনলাইনে করা যায় কিনা?

হ্যাঁ আপনি চাইলে আপনার অনলাইনের মাধ্যমে সকল ইনফরমেশন টিন সার্টিফিকেট সংশোধন করতে পারবেন।

টিন সার্টিফিকেট সংশোধন করতে কোন টাকার প্রয়োজন আছে কিনা?

টিন সার্টিফিকেট পরিবর্তন বা সংশোধন করতে কোন ধরনের কোন টাকার প্রয়োজন নেই।

শেষ কথা –উপরের সকল ইনফরমেশন বর্তমান নিয়ম অনুসরণ করে আপনাদের মাঝে জানানো হয়েছে। কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় এটি পরিবর্তন পরিবর্তন করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য – সম্পূর্ণ ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

ই-টিন সার্টিফিকেট বাতিল করার বা বন্ধ করার নিয়ম
মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি

অনলাইনে গৃহিণীদের আয়কর জিরো রিটার্ন জমা দেওয়ার সঠিক নিয়ম

অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করার নিয়ম

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Leave a Comment