ই টিন হারিয়ে গেলে কি করবেন? | Tin Certificate Recovery Process

আপনাদের যদি টিন সার্টিফিকেট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কোন কারনে আপনি খুজে না পান তাহলে কিভাবে    ই টিন হারিয়ে গেলে আপনি খুঁজে বের করবেন বা আপনি পাবেন?

আজকের এই পোস্টে আমি আপনাদেরকে টিন সার্টিফিকেট হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে কিভাবে নতুন করে টিন সার্টিফিকেট বের করবেন অনলাইনের মাধ্যমে সে বিষয়টি এ টু জেড জানাবো।

এছাড়াও যাহারা টিন সার্টিফিকেট এর টিন নাম্বার ইউজার আইডি পাসওয়ার্ড সবকিছুই ভুলে গিয়েছে তারাও চাইলেন, আজকের দেখানো এই প্রসেস অনুসরণ করে তাদের টিন সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে ফেলতে পারবে।

হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পেতে কি প্রয়োজন হয়?

হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেটটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনার তেমন কোন কিছুর প্রয়োজন হবে না।

১.একটি মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস ইন্টারনেট সংযোগ সহ প্রয়োজন হবে।

২.টিন সার্টিফিকেট তৈরি করার সময় আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারটি প্রয়োজন হবে।

৩.টিন সার্টিফিকেট অনলাইনে করার সময় আপনি যে প্রশ্নর এন্সার দিয়েছেন সে প্রশ্নের অ্যানসারটি জানা থাকতে হবে।

শুধুমাত্র উপরের তিনটি বিষয় থাকলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড যেটা ভুলে যান না কেন সবকিছু আপনি বের করতে পারবেন, পাশাপাশি আপনার টিন সার্টিফিকেটটিও নতুন করে ডাউনলোড করতে পারবেন।

টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়

প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ করে অথবা কম্পিউটার ডিভাইসে ইন্টারনেট সংযোগ করে গুগলে গিয়ে সার্চ করুন ” https://secure.incometax.gov.bd/TINHome ” এরপরে আপনি এই লিংকে ওপেন করলে আপনার টিন সার্টিফিকেট তৈরি করা বা ই টিন সার্টিফিকেট সম্পর্কিত অনলাইন সার্ভিসের ওয়েবসাইটটি চলে আসবে।

ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়

এরপর আপনার সামনে উপরের ছবির মত হোমপেজে ইন্টারফেস চলে আসলে এখান থেকে “login” অপশনটির উপরে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আপনি আপনার হারিয়ে যাওয়ার টিন সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।

ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়

 

তবে আপনি যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং টিন নাম্বার সবকিছু ভুলে যান সে ক্ষেত্রে কিভাবে হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন সে বিষয়ে জেনে নিন।

সেমভাবে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওয়েবসাইটের মেনু বারে থাকা “forgot password “এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে নিচের মত এরকম উইন্ডোজ চলে আসবে।

ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়


পরবর্তী অপশনে “password recovery” এই উইন্ডো দুটি অপশন আপনি দেখতে পাবেন।১. Forgot my user name “2. Forgot my password।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

এই দুটি অপশন থেকে আপনি যদি ইউজার নেম ভুলে যান এবং পাসওয়ার্ড দুটিই ভুলে যান তাহলে আপনি “forgot my user name “এই অপশনটি সিলেক্ট করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।

নোট- আর যাদের ইউজার নেম মনে আছে শুধু পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তারা “forgot my password “এই অপশনটি বাছাই করুন।

ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়

তো আমি আপনাদেরকে ইউজার নেম বের করা পাসওয়ার্ড বের করা থেকে শুরু করে সবকিছু দেখাবো এ জন্য আমি সিলেক্ট করছি “forgot my user name “।পরবর্তী ধাপে আপনার সামনে নতুন “ফরগট ইউজার” বলে একটি উইন্ডোজ চলে আসবে।

এই বক্সে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনার ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি আপনি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার সময় ব্যবহার করেছিলেন।

এরপর নিচে থাকা একটি ক্যাপচা থাকবে ক্যাপচা টি ফিল করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।

ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়

এখন আপনার সামনে নতুন একটি উইন্ডোতে আপনি যখন টিন সার্টিফিকেট অনলাইনে ফুলফিল বা রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনি যে প্রশ্নের অ্যানসার দিয়েছিলেন সে প্রশ্নটি আসবে, এবং সেই প্রশ্নের নিচে আনসারের একটি খালি বক্স থাকবে।

সেই বক্সে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করার সময় যে অ্যানসার দিয়েছিলেন এই প্রশ্নের সেম আনসারটি দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করুন।

ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়

এই ধাপে সরাসরি আপনার রেজিস্ট্রেশন  ফোন নাম্বার একটি otp কোড চলে যাবে। সেই ওটিপি ব্যবহার করবেন এবং নিচে থাকা পুনরায় রেজিস্ট্রেশন যে ফোন নাম্বারটি ব্যবহার করে পরবর্তী ধাপে চলে যাবেন।

 

এখন আপনি পরবর্তী ধাপের ডিসপ্লে তে আপনার যে ইউজার আইডি দিয়েছিলেন সেই ইউজার আইডিটি দেখতে পাবেন।

 

ব্যাস ভুলে যাওয়া ইউজার আইডি বের করার কাজশেষ।

এখন আমরা ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করব এই ইউজার আইডি   দিয়ে। এজন্য অবশ্যই এই ইউজার আইডিটি কপি করে কোথাও লিখে রাখবেন।

Tin সার্টিফিকেট ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করার উপায়

  • টিন সার্টিফিকেটের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে পুনরায় আপনি টিন সার্টিফিকেটের এই সাইটটিতে প্রবেশ করবেন।
  • এরপর সেম ভাবে মেনুবার থেকে “forgot password “এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন।
  • পরবর্তী ধাপে আপনাকে নিয়ে চলে যাবে পাসওয়ার্ড রিকভারি এই প্যানেলে।
  • এখানেও সেম ভাবে দুটি অপশন আপনি দেখতে পাবেন। ১) Forgot my User Id 2) forgot my password।
  • যেহেতু আমরা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড নিয়ে কাজ করছি এখন এজন্য আমরা দুই নাম্বার অপশনটি সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাব।
ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়

 

  • পরবর্তী ধাপে আপনি আপনার যে ইউজার আইডিটি বের করেছিলেন সেই ইউজার আইডিটি এখানে ব্যবহার করবেন এবং নিচে থাকা ক্যাপচাটি ফিলাপ করে পরবর্তী ধাপে চলে যাবেন।
ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়
  •  পরবর্তী ধাপে আপনার ইউটার আইডিটি শো করবে এবং নিচে ভেরিফিকেশন ওটিপি কোড আপনার রেজিস্ট্রেশন সিমে চলে যাবে।আপনি সেই ওটিপি কোডটি বসে পরবর্তী ধাপে চলে যাবেন।
ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়
  • এ ধাপে পাসওয়ার্ড চেঞ্জ করার শেষ কাজ অর্থাৎ এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি বক্স আসবে।এই বক্সে প্রথমে আপনি নতুন একটি পাসওয়ার্ড দিবেন পরবর্তীতে সেম পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করে দিবেন।
ই টিন হারিয়ে গেলে উদ্ধার করার উপায়
  • ব্যাস আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা কাজ শেষ।এখন আপনি পুনরায় লগইন অপশনে গিয়ে আপনার ইউজার আইডি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন।

হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট ডাউনলোড করার উপায়

আপনার উপরের ইউজার আইডি পাসওয়ার্ডটি বের হলে পুনরায় আপনি লগইন করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। পাশে থাকা মেনুগুলো থেকে “View Tin certificate” এই অপশনটির উপরে ক্লিক করে আপনার টিন সার্টিফিকেটটি পুনরায় আপনি চেক করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিক থাকলে নিচে থাকা প্রিন্ট, ডাউনলোড এবং ইমেইল এই তিনটি অপশনে যেকোনো একটি  করে আপনি আপনার টিন সার্টিফিকেটটি খুব
সহজে ডাউনলোড করে আপনার ডিভাইসে নিতে পারবেন।

আশা করছি উপরে দেখানোর নিয়ম অনুসরণ করে খুব সহজে হাতে স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস ব্যবহার করে। আপনি আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।

টিন সার্টিফিকেট সম্পর্কিত সহজ প্রশ্ন উত্তর

অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট করা যায় কিনা?

হ্যাঁ বর্তমানে আপনি ঘরে বসে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে এক মিনিটে আপনার টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।

টিন সার্টিফিকেট করতে কত টাকা লাগে?

টিন সার্টিফিকেট করতে কোন চার্জ প্রদান করতে হয় না। তবে আপনি যদি কারো সাহায্যে এই টিন সার্টিফিকেটটি তৈরি করে নেন অনলাইনে মাধ্যমে হয়তো তাকে চার্জ প্রদান করতে হবে।

টিন সার্টিফিকেট তৈরি করতে কি লাগে?

টিন সার্টিফিকেট তৈরি করতে -আপনার ভোটার আইডি কার্ড, আপনার ফোন নাম্বার প্রয়োজন হবে।

শেষ কথা – টিন সার্টিফিকেট হারিয়ে যাওয়া সম্পর্কে উপরের প্রসেস গুলো একদম নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দেখানো হয়েছে। এছাড়াও যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আপনার নিজেরাই ঘরে বসে সেই দেখানো নিয়ম অনুসরণ করে হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট বের করতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য – সম্পূর্ণ ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি
(Tin Certificate) অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করার নিয়ম

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Leave a Comment