Third Party tin verification রেজিস্ট্রেশন করার নিয়ম | ই টিন যাচাই

থার্ড পার্টি টিন ভেরিফিকেশন রেজিস্ট্রেশন কি? কিভাবে অনলাইনে ই টিন যাচাই করবেন? কিভাবে থার্ড পার্টি টিন ভেরিফিকেশনে ইউজার আইডি নিতে বাংলাদেশ রাজস্ব বোর্ডকে আবেদন করবেন। কারা পাবে এই টিন ভেরিফিকেশন ইউজার আইডি?  কি ক্ষেত্রে টিন ভেরিফিকেশন ইউজার আইডি এক্সেস পেতে পারেন?অর্থাৎ থার্ড পার্টি টিন ভেরিফিকেশন বিষয়টি কি? কিভাবে খুলতে হয়? Third party tin verification সম্পর্কিত সকল বিষয় জানতে পারবেন।

Third Party TIN verification কি?

আমরা যখনই বাংলাদেশের রাজস্ব বোর্ডের অনলাইন ওয়েবসাইটে টিন সার্টিফিকেট ফার্স্ট মেনুতে আমরা দেখতে পাই ” third party tin verification ” বলে একটি অপশন রয়েছে কিন্তু আমরা অনেকেই জানিনা এই থার্ড পার্টি টিন ভেরিফিকেশন অপশনটির মূলত কাজ কি? প্রথমে এই থার্ড পার্টি টিন ভেরিফিকেশন বিষয়টি জেনে নিই।

Third party tin verification হচ্ছে তৃতীয় ব্যক্তিকে আপনার টিন ভেরিফিকেশন অর্থাৎ টিন সার্টিফিকেট যাচাইবাছাই করণের এক্সেস প্রদান করা।

অর্থাৎ যখন কোন ব্যক্তির থার্ড পার্টি টিন ভেরিফিকেশন ইউজার আইডির অ্যাপ্রভাল পেয়ে যাবে। তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কারো টিন সার্টিফিকেটটি যাচাইবাছাই করতে পারবে এবং তার টিন সার্টিফিকেটটি আসল না নকল সে বিষয়ে নিশ্চিত হতে পারবে।

আশা করছি Third party tin verification এই অপশনটির কাজ কি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন।

কিন্তু এখানে কারা এই ফিচারটি ব্যবহার করতে পারবে কিভাবে আবেদন করবে কোন প্রতিষ্ঠান বা কাদের জন্য এটি সে বিষয়টি আমরা নিচে আস্তে আস্তে জানবো।

Third party tin verification আইডি কি কাজে ব্যবহৃত হয়?

যে এই থার্ড পার্টি টিন ভেরিফিকেশনে আইডি রেজিস্ট্রেশন করবে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কারোর টিন সার্টিফিকেটটি যাচাইবাছাই করতে পারবে।

অর্থাৎএই আইডিটি তারাই রেজিস্ট্রেশন করতে পারবেন যাদেরকে বাংলাদেশ রাজস্ব বোর্ড থেকে নির্দিষ্ট কয়েকটি কাজের জন্য বা প্রতিষ্ঠানের কাজের জন্য অ্যাপ্রভাল প্রদান করা হবে।

মোটকথা এই থার্ড পার্টি টিন ভেরিফিকেশন এই ফিচারটি বা এই আইডিটি যে কেউ চাইলেই ক্রিয়েট করতে পারবেনা।

নির্দিষ্ট কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান কিছু কাজের জন্য এই অপশনটি দেওয়া হয়েছে।

Third party tin verification রেজিস্ট্রেশন করার যোগ্যতা

থার্ড পার্টি টিন ভেরিফিকেশন রেজিস্ট্রেশনের আবেদন নির্দিষ্ট কয়েকটি নিচে থাকা এই সকল যোগ্য প্রতিষ্ঠান বা ব্যক্তি শুধুমাত্র আবেদন করতে পারবে।

বাংলাদেশ রাজস্ব বোর্ডের আইন অনুসারে শেষ আপডেটের কপি আপনাদেরকে নিচে শেয়ার করা হলো। শুধুমাত্র এই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই থার্ড পার্টি টিন ভেরিফিকেশন আইডিটি গ্রহণ করতে বা ব্যবহার করতে পারবে।

Third Party tin verification

 

Third party tin verification সিস্টেমের সুবিধা

থার্ড পার্টি টিন ভেরিফিকেশন সিস্টেমের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয় আমি আলোচনা করছি। বর্তমানে আপনারা জানেন ই টিন সার্টিফিকেটটি প্রত্যেকটি সরকারি কাজে এখন ব্যবহার হচ্ছে। যার মধ্যে রয়েছে, সিটি কর্পোরেশনের মধ্যে জমি ফ্লাট কেনা বেচার ক্ষেত্রে, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে,শেয়ার হোল্ডার ক্ষেত্রে,ব্যাংক থেকে ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে, যেকোনো ধরনের ব্যাংকিং লোন পেতে, প্রতি অর্থ বছরে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এছাড়াও ব্যাক্তি এবং সরকারি অনেক ধরনের কার্যক্রম রয়েছেযে  গুলিতে ই টিন সার্টিফিকেট এর ব্যবহার রয়েছে প্রচুর পরিমাণে।

এখন কথা হচ্ছে এই থার্ড পার্টি টিন ভেরিফিকেশন সিস্টেমটি এ সকল ক্ষেত্রে কেন প্রয়োজনীয় বা সুবিধা আছে?

বর্তমানে এই টিন সার্টিফিকেট এর ব্যবহার যেহেতু ব্যাপক হারে বেড়ে গিয়েছে ,ঠিক তেমনি ভাবে ই টিন সার্টিফিকেটের জালিয়াতির পার্সেন্টেজও বেড়ে গিয়েছে।

এজন্য এই সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দরকার টিন সার্টিফিকেটটি আসল না নকল তা চেক করা। তাই রাজস্ব বোর্ড ওয়েবসাইটে এই সিস্টেমটি চালু রেখেছে।

আশা করছি থার্ড পার্টি টিন সার্টিফিকেট  ভেরিফিকেশন সিস্টেমের সুবিধা সম্পর্কে আপনি জানতে পেরেছেন।

থার্ড পার্টি টিন সার্টিফিকেট ভেরিফিকেশন আবেদনের সিস্টেম?

  • প্রথমে আপনি আপনার স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস এ গিয়ে গুগলে সার্চ করবেনetinলিখুন।
  • আপনার সামনে টিন সার্টিফিকেট তৈরি করার বাংলাদেশ রাজস্ব বোর্ডের ওয়েবসাইট চলে আসবে।
  • এরপর আপনি উপরের মেনু গুলোতে দেখতে পাবেনthird party tin verificationবলে অপশন দেখতে পাবেন।
  • এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করার একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে।
Third Party tin verification

 

এখানে আপনি রেজিস্ট্রেশন করার প্রয়োজন এর সকল তথ্যদিয়েআবেদনকরুন। নিকটস্থ রাজস্ব বোর্ডে আপনি যোগাযোগ করতে হবে।

সেখানেও আপনাকে ম্যানুয়াল একটি আবেদন ফরম জমা দিতে হবে।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

রাজস্ব বোর্ড আপনার আবেদনের সকল বিষয় যাচাই বাছাই করে পরবর্তীতে আপনার এই থার্ড পার্টি টিন ভেরিফিকেশন  ইউজার আইডিটি আপনাকে প্রদান করা হবে। যে আইডির মাধ্যমে আপনি এক্সেস পেয়ে যাবেন যেকোনো ধরনের টিন সার্টিফিকেট যাচাইবাছাইকরার।

আশাকরছি উপরের এই নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজে থার্ডপার্টি টিন সার্টিফিকেট ভেরিফিকেশন ইউজার আইডিটি গ্রহণ করতে পারবেন।

আর যারা আপনারা এই থার্ড পার্টি টিন সার্টিফিকেট ভেরিফিকেশন ফিচার সম্পর্কে জানতেন না, তারা উপরের এই ইনফরমেশন বা তথ্য গুলি থেকে আপনারাই বিষয়টি ক্লিয়ার হয়েছেন।

এছাড়াও আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিংক থেকে আপনারা এই থার্ডপার্টি টিন ভেরিফিকেশন সিস্টেমটির আরো বিস্তারিত জানতে পারবেন। লিংক

শেষ কথাউপরের সকল ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত লেখা জনিত বা বানান জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আর আপনারা যারা টিনটেক্স সম্পর্কে কিছু বিষয়গুলি জানতে চাই তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে অন্যান্য পোস্ট গুলো পড়ে নিবেন।

বিশেষ দ্রষ্টব্য – সম্পূর্ণ ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি
(Tin Certificate) অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করার নিয়ম

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Leave a Comment