অনলাইনে জন্ম সনদ চেক করুন | Online Jonmo Nibondhon Check

জানুন জন্ম সনদ অনলাইন চেক কিভাবে করে ? জন্ম সনদ যাচাই করার পদ্ধতি গুলো কি কি? অনলাইন জন্ম সনদ যাচাই কিভাবে করে? জন্ম সনদ তথ্য যাচাই করার উপায় কি?এই সকল বিষয় ছাড়াও জন্ম সনদ কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এই বিষয়ে আজকের পোস্টের সম্পূর্ণ আপনারা জানতে পারবেন।

তাই আপনার যদি প্রশ্ন হয়ে থাকে “অনলাইনে জন্ম সনদ চেক করার নিয়ম কি সম্পর্কে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।

আজকে আপনাদের সম্পূর্ণভাবে একদম প্র্যাকটিক্যালি দেখাবো -বলবো এবং জানাবো  ” কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনার অথবা আপনার সন্তানের বা পরিবারের যে কারোর অনলাইন জন্ম সনদ যাচাই কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত।

তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।

জন্ম সনদ কি?

শুরুতে আজকের পোস্টে আমরা পরিচিত হয়ে নেব যে জন্ম সনদ কি?  জন্ম সনদ হচ্ছে এমন একটি সনদপত্র যা একটি শিশুজন্ম গ্রহণের পরে সরকারি মাধ্যমে ইউনিয়ন কাউন্সিলে গিয়ে নিজের জন্ম সনদ অথবা জন্ম সার্টিফিকেট তৈরি করতে হয়। যার ফলে একজন সন্তান অথবা বাংলাদেশের নাগরিকের হিসাব-নিকাশ বাংলাদেশ সরকারের খাতায় চলে যায়। পাশাপাশি আপনি বাংলাদেশের নাগরিক তার একটি সনদপত্র প্রমাণস্বরূপ রয়ে যায়।

অর্থাৎ ভোটার আইডি কার্ডের মতোই জন্ম সননদের একটি কার্ড রয়েছে সেই কার্ডের ক্রমিক নাম্বার রয়েছে যে নাম্বার দ্বারা আপনার জন্ম সনদ নাম্বারকে চিহ্নিত করা হয়।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

বর্তমানে জন্ম সনদ ডিজিটালাইজ অনলাইন পদ্ধতি হওয়ার ফলে, বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে প্রত্যেকটি সন্তানের বা প্রত্যেকটি মানুষের এই ডিজিটাল অনলাইন জন্ম সনদপত্র প্রয়োজন হচ্ছে।

জন্ম নিবন্ধন যাচাই করা কেন প্রয়োজনীয়?

জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার পূর্বে আমাদের জানা দরকার যে এই জন্ম নিবন্ধন যাচাই করা বর্তমানে কেন এত দরকার হয়ে পড়েছে বা প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমরা অনেকেই জানিনা যে বর্তমানে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার সন্তানের জন্ম নিবন্ধন চেক করা খুবই জরুরী। কি কারনে অনলাইনে আপনার অথবা আপনার সন্তানের জন্ম নিবন্ধন চেক করা দরকার তা নিচে দেওয়া হচ্ছে –

জন্ম সনদ কার্ড ছাড়া ভোটার কার্ড অর্থাৎ ভোটার হওয়া কখনোই সম্ভব নয়। এজন্য আপনার জন্ম সনদ অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ডে যে সকল তথ্য থাকবে সেই সকল তথ্যগুলি আপনার ভোটার আইডি কার্ডেও লিপিবদ্ধ হবে। তাই আপনার জন্ম নিবন্ধন কার্ড এর মধ্যে ইনফরমেশন বা তথ্যগুলি সঠিক আছে কিনা এটি যাচাই করার জন্য হলেও আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে হবে।

বর্তমানে আপনার সন্তানের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু থেকে প্রত্যেকটি কাজে আপনার সন্তানের জন্ম সনদ অর্থাৎ জন্ম নিবন্ধন এর প্রয়োজন পরে। তাই জন্ম নিবন্ধনের ইনফরমেশন বা তথ্যগুলি আসলেই সঠিক আছে কিনা সেটি যাচাই করার জন্য হলেও আপনার অথবা আপনার সন্তানের জন্ম জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে চেক করে
তা যাচাই-বাছাই করা পূর্বে থেকেই বুদ্ধিমানের কাজ।

ইন্টারনেট এবং প্রযুক্তির এ যুগে  অনাআসেই আপনার অথবা আপনার সন্তানের জন্ম নিবন্ধন সনদ যে কেউ নকল বা ডুপ্লিকেট করতে পারে। এজন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদপত্রটি যাচাই করা প্রয়োজন।

বর্তমানে প্রত্যেকটি জন্ম নিবন্ধন সনদপত্র গুলি ডিজিটাল বা অনলাইন বর্তমানে হয়েছে এজন্য অবশ্যই জন্ম নিবন্ধন যাচাই করা আমাদের জন্য প্রয়োজন।  বাংলাদেশের একজন বৈধ নাগরিক হিসাবে জন্ম সনদ চেক দেওয়া আমাদের দরকার। তা না হলে সরকারি যে কোন ধরনের সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত হতে পারি।

জন্মের পর একজন সন্তানের জন্ম সনদ থাকলে তার বয়স তার নাগরিকত্তা এলাকা সকল পরিচয়গুলি সরকারিভাবে  নাগরিক হিসেবে লিপিবদ্ধ হয়। এজন্য আপনার জন্ম নিবন্ধন সনদের সকল তথ্যগুলি ঠিকঠাক আছে কিনা সেজন্য অবশ্যই জন্ম সনদ তথ্য যাচাই করতে হবে।

জন্ম নিবন্ধন সনদপত্র চেক করার জন্য উপরের এই সকল বিষয় রয়েছে, এছাড়াও বর্তমানে জন্ম নিবন্ধন চেক করার আরো অনেক ধরনের প্রয়োজনীয়তা রয়েছে। আশা করছি আপনারা জন্ম নিবন্ধন যাচাই কেন করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য যে সকল তথ্য প্রয়োজন?

অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার জন্য আপনাকে প্রয়োজনীয়
কিছু তথ্য আগে থেকেই সঙ্গে রাখতে হবে।

  • একটি স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস ইন্টারনেট সংযোগসহ।  
  • জন্ম নিবন্ধন নাম্বার।
  • জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ (বছর/ মাস/তারিখ)

আপনার কাছে উপরে এই তিনটি তথ্য থাকলে আপনি খুব সহজে অনলাইন এর মাধ্যমে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ চেক করার নিয়ম

এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে কিভাবে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস দিয়ে খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে আপনার জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করবেন সে বিষয়টি জানাবো।

ধাপ-০১/ Birth and death verification ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করে গুগলে গিয়ে সার্চ করুন ” https://everify.bdris.gov.bd/  এই ওয়েব সাইটটিতে। সঙ্গে সঙ্গে আপনার সামনে জন্ম নিবন্ধন তথ্য সংরক্ষণের এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটে বাংলাদেশের সকল নাগরিকদের তথ্য সংরক্ষিত আছে।

অনলাইনে জন্ম সনদ চেক করুন
ধাপ-২/জন্ম নিবন্ধন নম্বর প্রদান

এখন আপনার সামনে ছবির মত এরকম ইন্টারফেয়ার্স চলে আসার পর এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন Birth Registration Number “ বলে একটি বক্স রয়েছে এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন।

অনলাইনে জন্ম সনদ চেক করুন

 

ধাপ-/জন্ম নিবন্ধন তারিখ প্রদান

একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন Date Of Birth ( YY/MM/DD) ” বলে আরেকটি খালি বক্স রয়েছে। এই বক্সটিতে আপনার জন্ম নিবন্ধন সনদপত্রে যে বার্থডে বা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি এখানে আপনারা বসিয়ে দিবেন।

অনলাইনে জন্ম সনদ চেক করুন
ধাপ-/জন্ম নিবন্ধন ক্যাপচা পূরণ

এখন আর একটু নিচের দিকে আসলে আপনারা আরেকটি ” The Answer isএরকম লেখার আরেকটি বক্স অর্থাৎ ক্যাপচা পূরণ করা বা আ্যানসার দেওয়ার একটি খালি বক্স আপনারা দেখতে পাবেন। একটু কষ্ট করে নিচের ছবির সঙ্গে মিলিয়ে নিলে আরো বিষয়টি বুঝতে আপনার সহজ হবে। সেই বক্সে উপরে থাকা আপনার সহজ কিছু প্রশ্ন থাকবে সেগুলির আ্যানসার টি লিখে দিতে হবে।

অনলাইনে জন্ম সনদ চেক করুন

 

ধাপ-/জন্ম নিবন্ধন দেখতে পাওয়া

এরপর নিচে থাকা “সার্চ”(search) অপশনে ক্লিক করে দিলে একটু সময় পর আপনার সামনে নিচের ছবিতে থাকা এইরকম স্মার্ট জন্ম নিবন্ধন সনদপত্রটি সামনে ভেসে উঠবে।

অনলাইনে জন্ম সনদ চেক করুন

এখন আপনি সেখান থেকে আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই অর্থাৎ জন্ম নিবন্ধন সনদের তথ্য গুলি আপনারা সঠিকভাবে যাচাই করতে পারবেন। আশা করছি উপরের এই মাধ্যমটি বা এই প্রসেসটি বা এই ধাপ গুলো মেনে
আপনারা উপরে থাকা এই নিয়ম অনুসরণ করেন তাহলে খুব সহজে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
করতে পারবেন।

অনলাইনে জন্ম সনদ চেক করার কিছু সতর্কতা 

আমরা যদি কিছু বিষয়ে আমাদের জন্ম সনদ চেক করার পূর্বে লক্ষ্য করি তাহলে আমরা সঠিক এবং নির্ভুল জন্ম তথ্যগুলি কিন্তু বের করতে পারব।

১.অনলাইনে জন্ম সনদ চেক করার পূর্বে অবশ্যই আপনার জন্ম ক্রমিক নাম্বারটি ভালোভাবে দুই থেকে তিনবার চেক করে নিবেন। তা না হলে শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার ভুল হওয়ার কারণে অন্য যে কারোর তথ্য কিন্তু আপনার নিজের মনে করে সেই তথ্যগুলি দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর অবস্থায় আপনি জড়িত হতে পারেন।

২.জন্ম নিবন্ধন অনলাইন চেক করার পূর্বে আপনার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ রয়েছে তা সঠিকভাবে দুই থেকে চারবার আপনি চেক করে নিবেন।

অর্থাৎ আপনারা সকলেই জানেন জন্ম নিবন্ধন একজন ব্যক্তির নাগরিক সার্টিফিকেট। তাই জন্ম নিবন্ধন চেক করা সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য বের করতে অথবা আপনারা জন্ম নিবন্ধন সম্পর্কিত যেকোনো ধরনের কাজ করতে অবশ্যই সকল ইনফরমেশন গুলো দিতে সতর্কতা অবলম্বন করবেন।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

উপরের নিয়মগুলি থেকে আমরা জানলাম আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ যাচাই করব। এখন আমরা জানব জন্ম নিবন্ধন চেক কপিটি কিভাবে আমরা আমাদের ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস আমরা সেভ দিব বা ডাউনলোড করব। এছাড়াও আপনারা চাইলে আপনাদের যাচাইকৃত জন্ম সনদটি ডিরেক্টলি প্রিন্ট আউট করতে পারবেন। এজন্য নিচের নিয়মটি অনুসরণ করুন –

অনেকে হয়তো বা জানে না jonmo nibondhon jachi ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন যাচাইয়ের পর সেই জন্ম নিবন্ধন ডাউনলোড করার কোন ধরনের কোন অপশন কিন্তু এখনো পর্যন্ত আপডেট করা হয়নি।

তবে আপনি চাইলে নিচে দেখানো এই নিয়মটি অনুসরণ করে ধাপে ধাপে আপনারা খুব সহজেই হাতে থাকা এই মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে আপনার জন্ম নিবন্ধন যাচাইকৃত সনদপত্রটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো চলুন নীচে থেকে জেনে নিন –

আপনি উপরের জন্ম নিবন্ধন চেক করার নিয়ম অনুসরণ করে যখনই জন্ম নিবন্ধনটি আপনার সামনে চলে আসবে অর্থাৎ আপনার স্কিনে আপনার জন্ম নিবন্ধনটি আপনি দেখতে পাবেন তখন আপনি ctrl+P” আপনার কিবোর্ডে থাকা এই অপশনটি জাস্ট প্রেস করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে সরাসরি আপনার এই জন্মনিবন্ধন যাচাইকৃত কপিটি প্রিন্ট করার অপশন আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার প্রিন্টার সিলেক্ট করে সরাসরি আপনার যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ প্রিন্ট দিয়ে নিবেন।

এছাড়াও যারা আপনারা কম্পিউটার ডিভাইজ এটি ডাউনলোড করতে চাচ্ছেন, তারা সেম ভাবে উপরে দেখানো নিয়ম
অনুসরণ করে যখনই জন্ম নিবন্ধন যাচাই  এই নিয়মগুলি থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন পত্রটি দেখতে পাবেন আপনার কম্পিউটার স্কিনে সেখান থেকে সেম ভাবে
ctrl+P পেস করে আপনি PDF এই অপশনটি সিলেক্ট করে সরাসরি আপনার কম্পিউটার ডিভাইজে আপনার জন্ম নিবন্ধন সনদপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।

মোবাইল থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

মোবাইল ফোন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য প্রথমেই আপনি উপরের নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধন যাচাই সে সিস্টেমে যখন আপনি দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধনটি তখন আপনি সেই জন্ম নিবন্ধনটি মোবাইল ফোনের স্ক্রিনশট দিয়ে crop করে আপনার মোবাইল ডিভাইসে সেভ দিয়ে নিবেন।

পরবর্তীতে আপনি আপনার জন্ম নিবন্ধন যেকোনো প্রিন্টারে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

আমাদের অনেকেরই জন্ম নিবন্ধন সনদ সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এজন্য আপনাদের সুবিধার্থে আমি নিচে জন্ম নিবন্ধন সনদ সম্পর্কিত কিছু সাধারন প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি।

কিভাবে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে হয়?

https://everify.bdris.gov.bd/ এই লিংক এর উপরে ইন্টারনেট সংযোগ করে আপনার ডিভাইস থেকে জাস্ট ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এখানে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন চেক করার অপশন চলে আসবে সেখান থেকে আপনি চেক করে নিবেন।

নাম দিয়ে কি জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

হ্যাঁ আপনি চাইলে শুধুমাত্র আপনার নাম কি ব্যবহার করে অর্থাৎ নাম দিয়েও আপনার জন্ম নিবন্ধন কি যাচাই করতে পারবেন। সেক্ষেত্রে এই কাজটি আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন না অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে আপনাকে যেতে হবে।

জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট কোনটি?

জন্ম নিবন্ধন যাচাই অনলাইনে মাধ্যমে করার জন্য আনঅফিসিয়াল অনেক ওয়েবসাইট রয়েছে কিন্তু অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে। 

আন অফিসিয়াল ওয়েবসাইট লিংক – https://jonmonibondhonjachai.online/
অফিসিয়াল জন্ম নিবন্ধন যাচাই লিংক- https://bdris.gov.bd/

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য কত টাকা লাগে?

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য কোন ধরনের কোন ফি প্রদান করতে হয় না।

জন্ম নিবন্ধন সনদ যাচাই অনলাইনে কি করা যায়?

হ্যাঁ আপনি চাইলে হাতে থাকায় স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন হেড অফিস কোথায়?

জন্ম নিবন্ধন হেড অফিস ঢাকার আগারগাঁয়ের স্থানীয় সরকার বিভাগের ভুবনে অবস্থিত।

কোড নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম কি?

শুধুমাত্র জন্ম নিবন্ধন নিয়ে থাকা কোড নাম্বার দিয়েও আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

কোড নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য  প্রথমে Google এ গিয়ে সার্চ করবেন https://bdris.gov.bd/  এরপর এই ওয়েবসাইটে গিয়ে আপনার জন্ম নিবন্ধন যাচাই অপশনে গিয়ে জন্ম নিবন্ধনে থাকা কোড নাম্বারটি দিয়ে সার্চ করলে আপনার জন্ম নিবন্ধনটি চলে আসবে।

শেষ কথা – আপনারা যারা জন্ম নিবন্ধন যাচাই বা অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন চেক করার কথা ভেবেছিলেন। তাহারা আশা করছি উপরের এই নিয়ম অনুসরণ করে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন টি যাচাই করতে পেরেছেন।

যদি জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কিত এই পোস্ট থেকে আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আমাদের এই পোস্টটিতে আপনার নিজস্ব মন্তব্যটি জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের যদি কোথাও কোন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও লিংকটি দিয়ে দিচ্ছি  সেখান থেকে সেই ভিডিও দেখে সেই ভিডিও মোতাবেক কাজ করেও  খুব সহজে আপনি আপনার পরিবার আপনার সন্তান যে কারোর জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

বলে রাখা ভালো যে, আপনার আরও যদি জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল বিষয়ে আরো জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা ” জন্ম নিবন্ধন ” ক্যাটাগরিতে থাকা পোস্টগুলি আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল বিষয়ের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য – সম্পূর্ণ ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি
(Tin Certificate) অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করার নিয়ম

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Leave a Comment