eReturn(ই রিটার্ন) চেক করার সঠিক নিয়ম

আপনি কোন উকিল বা অন্য থার্ড পার্টির মাধ্যমে আপনার ই রিটার্ন সাবমিশন করেছেন। কিন্তু আপনার এই ট্যাক্স রিটার্ন বা ই রিটার্ন এটি সঠিকভাবে বাংলাদেশ সরকারের ট্যাক্স লিস্টে জমা হয়েছে কিনা সে বিষয়টি আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে         ই রিটার্ন চেক করতে পারবেন।

তো কিভাবে ঘরে বসে ই রিটার্ন চেক করবেন আজকের এই পোষ্টের সম্পূর্ণ এই বিষয়টি আপনাদেরকে দেখাবো বা যানাবো।

eReturn অনলাইনে চেক করার নিয়ম

ই রিটার্ন অনলাইনে চেক করা খুবই সহজ আপনি চাইলে দুই মিনিটের মধ্যেই কাজটি  করতে পারবেন তবে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে।

ধাপ-০১

  • প্রথমে আপনি আপনার কম্পিউটার ডিভাইস অথবা মোবাইল ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করে গুগলে গিয়ে সার্চ করুন ” https://secure.incometax.gov.bd/TINHome
  • এরপর আপনার সামনে NBR TIN Registration করার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি চলে আসবে।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

ধাপ-০২

  • এখন ছবিতে থাকা এইরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে আপনি সেখান থেকে “return verify” বলে একটা অপশন দেখতে পাবেন এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন।
eReturn চেক করার সঠিক নিয়ম

ধাপ-০৩

  • এরপরে আপনার সামনে ছবির মত এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার টিন নাম্বার দিয়ে দিবেন এরপর এসিসমেন্ট ইয়ার অর্থাৎ কোন অর্থবছরে আপনি সাবমিট করেছেন সেটি সিলেট করে দিবেন ।নিচে থাকা ক্যাপচাটি ফিলাপ করে” verify“অপশনের উপরে ক্লিক করে দিবেন।
eReturn চেক করার সঠিক নিয়ম

 

ধাপ-০৪

  • এরপরে ঠিক ছবিতে দেখানো এইরকম যদি আপনার ভেরিফাই অর্থাৎ আপনার ই রিটার্ন সাবমিশন কমপ্লিট থাকে তাহলে সাকসেসফুলি মেসেজ আপনি দেখতে পাবেন।আর যদি আপনার এই টিন সার্টিফিকেটের এগেনস্টে রিটার্ন সাবমিশন না থাকে তাহলে আপনাকে field দেখাবে।

আশা করছি উপরের এই নিয়ম অনুসরণ করলে আপনারা হাতে থাকে স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করে ঘরে বসে আপনার অথবা আপনার পরিবারের যে কারোর ই রিটার্ন সাবমিট হয়েছে কিনা সেটি চেক করতে পারবেন।

eReturn চেক করার সঠিক নিয়ম

 

ট্যাক্স রিটার্ন কি অনলাইনে জমা দেওয়া যায়?

যে আপনি চাইলে ট্যাক্স রিটার্ন ঘরে বসেই আপনারা জমা দিতে পারবেন।

ট্যাক্স রিটার্ন জমা দিতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়?

ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য আপনার টিন সার্টিফিকেট এর নাম্বার সচল একটি ফোন নাম্বার এবং আপনার ব্যবসায়িক হলে ব্যবসায়িক হিসাব-নিকাশ এবং আপনি চাকরিজীবী হলে চাকুরীর স্যালারি সার্টিফিকেট।

আমার যদি ইনকাম না থাকে তাহলে কি ট্যাক্স জমা দিতে হবে?

জি প্রতি অর্থ বছরে আয়কর জিরো রিটার্ন হলেও আপনার সাবমিট করতে হবে।

শেষ কথা – ট্যাক্স এবং টিন সার্টিফিকেট সম্পর্কিত সকল বিষয় আমাদের ওয়েবসাইটে আর্টিকেল রয়েছে। আপনারা প্রয়োজনে সকল বিষয় এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন।

লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এছাড়াও যারা উপরের এই নিয়ম অনুসরণ করে আপনারা ই রিটার্ন কিভাবে চেক করবেন সে বিষয়টি বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই নিচে থাকায় ভিডিও লিংক থেকে আপনারা দেখে নিতে পারবেন।

এছাড়াও ই সার্ভিস সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য – সম্পূর্ণ ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি
(Tin Certificate) অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করার নিয়ম

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

1 thought on “eReturn(ই রিটার্ন) চেক করার সঠিক নিয়ম”

Leave a Comment