আমাদের মধ্যে অনেকেই রয়েছে আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করে থাকি এজন্য সবারই প্রয়োজন হয় ফেসবুক থেকে টাকা আয় করার জন্য ই টিন সার্টিফিকেট। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে সহজেই ঘরে বসে হাতে
থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ফেসবুকের জন্য ই টিন সার্টিফিকেট তৈরি করবেন।
ই টিন সার্টিফিকেট কি?
টিন সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশ নাগরিকের জন্য যেকোনো মাধ্যম থেকে যদি ইনকাম করে থাকেন সেই ইনকামের একটি ডকুমেন্ট হিসেবে বাংলাদেশ সরকারকে প্রতি অর্থ বছরে ট্যাক্স সার্টিফিকেট প্রদান করতে হয়। যাকে বলা হয় tax payer identification number।
ই টিন সার্টিফিকেট তৈরি করতে কি প্রয়োজন হয়?
- একটি স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস ইন্টারনেট সংযোগসহ।
- আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে।
- সচল একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে।
উপরের এই তিনটি বিষয় থাকলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।
👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
ফেসবুকের জন্য ই টিন সার্টিফিকেট তৈরি
ফেসবুক অথবা যেকোনো কারণে আপনার টিন সার্ভিস তৈরি করার নিয়ম একই। শুধুমাত্র ইনফরমেশন এর ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য করতে হবে। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি ধাপে ধাপে জেনে নেওয়া হোক –
ধাপ-০১# E tin website register
গুগলে গিয়ে সার্চ কর ” https://secure.incometax.gov.bd/TINHomen “এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
মেনু থেকে ” register” অপশনটিতে করে ক্লিক করুন। রেজিস্ট্রেশন করার প্যানেলটি আপনার সামনে চলে আসবে।
এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একাউন্ট সাইন আপ করে নিন।
রেজিস্ট্রেশনের সকল তথ্য দিয়ে দিয়ে রেজিস্ট্রেশন অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি করতে আপনার একাউন্টে এক্টিভ করে নিন। ব্যাস আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট।
ধাপ-২# user id login
এখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন তা নিয়ে “লগইন” অপশনের উপরে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
লগিন কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে।
ধাপ-৩# Tin Application
প্রোফাইলে প্রবেশ করার পর হাতের বামে থাকা মেনুগুলো থেকে টিন এপ্লিকেশন এই অপশনটির উপরে ক্লিক করে দিন। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে। next অপশনটির উপরে ক্লিক করে দিন।
ধাপ-৪# শেষ ধাপ
পরবর্তী ধাপে আপনি আরো কিছু আপনার অ্যাড্রেস ঠিকানা এই সকল ইনফরমেশন দিয়ে। ফাইনাল সাবমিট এই অপশনটির উপরে ক্লিক করে দিন।
ব্যাস আপনার টিন সার্টিফিকেট আবেদন করার কাজ শেষ।
উপরের এই সকল ধাপ গুলি অনুসরণ করে খুব সহজে আপনি ঘরে বসে ফেসবুকের জন্য ই টিন সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন।
ই টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
ই টিন সার্টিফিকেট ডাউনলোড করা খুবই সহজ। ই টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি প্রোফাইলে যাওয়ার পর।
হাতে বামে থাকা মেনুগুলো থেকে “View Tin certificate ” এই অপশনটির উপরে ক্লিক করে দিলেই আপনি আপনার টিন সার্টিফিকেটটি সম্পূর্ণভাবে দেখতে পারবেন।
সার্টিফিকেটটি নিচের দিকে আসলে সেভ বলে অপশন দেখতে পাবেন । এভাবে খুব সহজে আপনি টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
শেষ কথা – উপরের সকল নিয়ম অনুসরণ করে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুকের জন্য টিম সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিচে আমি সম্পূর্ণভাবে লাইভ আকারে তৈরিকৃত টিম সার্টিফিকেট তৈরি করার নিয়মের একটি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। যাতে করে খুব সহজেই আপনারা ভিডিও দেখে দেখে টিন সার্টিফিকেটটি তৈরি করতে পারেন।
ই টিন সম্পর্কিত প্রশ্ন উত্তর
টিন সার্টিফিকেট খোলার জন্য কত টাকা লাগে?
অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট তৈরি করার জন্য কোন ধরনের ফি প্রদান করতে হয় না।
টিন সার্টিফিকেট কি কাজে ব্যবহৃত হয়?
বর্তমানে ট্যাক্স প্রদান করার ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের আপনার ব্যবসা-বাণিজ্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে জমা জমি ক্রয় করার ক্ষেত্রে টিন সার্টিফিকেট ব্যবহৃত হয়।
টিন সার্টিফিকেট তৈরি করতে কি লাগে?
আপনার ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার এবং একটি ইন্টারনেট সংযোগসহ ডিভাইস।
বিশেষ দ্রষ্টব্য – সম্পূর্ণ ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
আপনার জন্য-
মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি (Tin Certificate) অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করার নিয়ম
আমাদের আরো সেবা সমূহ :-
- ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন।
- ফেসবুকিং – ইউটিউবিং এবং ব্লগিং সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন
↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
বিষয়টা অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ পাশাপাশি আপনাক একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি আপনার সাইটে কনটেন্টের উপরে যে সুন্দর ডিজাইনটি করেছেন সেটা কিভাবে করেছেন তার কোন লিংক দেওয়া যাবে কি ধন্যবাদ