বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? জেনে নিন এক ক্লিকে

আজকের পোস্টে আমরা জানবো বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ২০২৩ কততম, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের মেয়াদ কত বছর এছাড়াও আমরা জানবো বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকা।

ইনশাল্লাহ যারা এই বিষয়গুলি জানতে চাচ্ছেন এই পোস্টটি সম্পন্ন করুন তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কিত যত ইতিহাস রয়েছে এ টু জেড জানতে পারবেন।

বর্তমান বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে?

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে আছেন, আব্দুর রউফ তালুকদার। তার সম্পর্কে আমি আপনাদেরকে নিচে কিছু বর্ণনা দিচ্ছি –

নাম -আব্দুর রউফ তালুকদার।

জন্ম -১৫ আগস্ট ১৯৬৪ সাল।

আগে কি ছিলেন -অর্থ মন্ত্রণালয় সিনিয়র সচিব।

দায়িত্ব গ্রহণের তারিখ -৪ জুলাই ২০২২।

শিক্ষার্থী -ঢাকা বিশ্ববিদ্যালয়।

আপনার জন্য-আশা এনজিও লোন পদ্ধতি

জন্মস্থান -সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

স্ত্রী সন্তান-তার স্ত্রীর সেলিনার অবসান একজন শিক্ষক। এবং দুই সন্তান একটা ছেলে একটি মেয়ে।

বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে?

বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে ১৮ই জানুয়ারি। প্রথম গভর্নর নির্বাচিত হন – এ এন এম হামিদুল্লাহ।

উনি পদ পরিত্যাগ করেন ১৮ই নভেম্বর ১৯৭৪।

বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ২০২৩ কত তম?

বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ১২ তম।এর আগে আরও ১১ জন গভর্নর বাংলাদেশ ব্যাংকের ছিলেন। আব্দুর রউফ তালুকদার ৪ জুলাই ২০২২ মারো তম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে নিযুক্ত হন।

বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর?

বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকা

বাংলাদেশ ব্যাংকের এযাবৎকাল পর্যন্ত ১২ তম গভর্নর নির্বাচিত হয়েছে। নিচে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকা দিয়ে দিচ্ছি।

১.বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর নির্বাচিত হন -এ এন এম হামিদুল্লাহ। ১৮ জানুয়ারি ১৯৭২ সালে।

২.বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর নির্বাচিত হন – এ কে নাজির উদ্দিন আহমেদ। ১৯ নভেম্বর ১৯৭৪
সালে।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

৩.বাংলাদেশ ব্যাংকের তৃতীয় গভর্নর নির্বাচিত হন -মোঃ নুরুল ইসলাম। ১০ জুলাই ১৯৭৬ সালে।

৪.বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর নির্বাচিত হন -সেগুপ্তা বক্ত চৌধুরী। ১২ এপ্রিল ১৯৭৮।

৫.বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর নির্বাচিত হন -খোরশেদ আলম। ২০ ডিসেম্বর ১৯৯২।

৬.বাংলাদেশ ব্যাংকের ষষ্ঠ গভর্নর নির্বাচিত হন -লুৎফর রহমান সরকার। ২১ নভেম্বর ১৯৯৬।

৭.বাংলাদেশ ব্যাংকের সপ্তম গভর্নর নির্বাচিত হন – ড.মোহাম্মদ ফরাসউদ্দিন। ২৪ নভেম্বর ১৯৯৮।

৮.বাংলাদেশ ব্যাংকের অষ্টম গভর্নর নির্বাচিত হন -ড.ফখরুদ্দিন ২৯ নভেম্বর ২০০১।

৯.বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর নির্বাচিত হন-ড.সালেহ উদ্দিন আহমেদ। ১ মে ২০০৫।

১০-বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর নির্বাচিত হন -ড.আতিউর রহমান। ১ মে ২০০৯

১১.বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর নির্বাচিত হন -ফজলে কবির।১৬- মার্চ ২০১৬।

১২.বাংলাদেশ ব্যাংকের ১২ তম গভর্নর নির্বাচিত হন -আব্দুর রউফ তালুকদার। বর্তমানে উনি রয়েছেন।

আশা করছি আপনারা যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের নামের তালিকা খুঁজছিলেন। তারা উপরের এই লিস্ট থেকে বাংলাদেশ ব্যাংকের যতগুলি গভর্নর নির্বাচিত হয়েছিলেন এ পর্যন্ত। তার একটা সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কিত প্রশ্ন
উত্তর

এ পর্যন্ত মোট কতজন গভর্নর হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকে?

বাংলাদেশ ব্যাংকে গভর্নর নির্বাচিত শুরু করে এ পর্যন্ত ২০২৩ সাল পর্যন্ত 12 জন গভর্নর নির্বাচিত হয়েছেন

কত সালে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর নির্বাচিত হন?

১৯৭২ সালে ১৮ই জুলাই।

শেষ কথা –আশা করছি বাংলাদেশ ব্যাংক গভর্নর সম্পর্কিত তথ্য পেয়ে আপনি উপকৃত হয়েছেন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল এবং সঠিক তথ্য দিতে। তাই আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই ফোর্সের কমেন্টসে জানিয়ে দিবেন। সে ক্ষেত্রে আমরা আরো বেশি ইন্সপায়ার হবো এবং পরবর্তীতে আরো প্রয়োজনীয় তথ্যমূলক পোস্ট আপনার মাঝে নিয়ে আসবো।

বিশেষ দ্রষ্টব্য -এই পোষ্টের সম্পূর্ণ তথ্য গুলি অনলাইন প্লাটফর্ম থেকে সংগৃহীত। তাই যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনার জন্য-

আবেদন করার সাথে সাথেই লোন পাবেন

বিশ্বস্ত সাইট থেকে টাকা আয় (নগদ -বিকাশ -রকেট)

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় বাংলাদেশি ই সার্ভিস সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Leave a Comment