জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন সহজ উপায়ে

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড -আপনার জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদের না গিয়ে যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চান তাহলে এই নিবন্ধনটি আপনার জন্য।

আপনারা এই পোস্ট থেকে যে সকল বিষয় জানতে পারবেন, জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড কিভাবে খুব সহজে নতুন নিয়মে করবেন এবং ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড, জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf, জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি, জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড psd উপরে যতগুলি বিষয় বলা হয়েছে এই সকল বিষয় কিন্তু গুগলে আপনারা খোঁজ করে থাকেন।তাই নিচে আমি খুব সহজভাবে সুন্দরভাবে কিভাবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবেন সে বিষয়টি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

নতুন জন্ম নিবন্ধন আবেদন করলে অথবা জন্ম নিবন্ধন হারিয়ে গেলে অনেক সময় তা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে কিছু সময় লেগে যায়। কিন্তু আপনি যদি অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার বিষয় সম্পর্কে জানা থাকে তাহলে খুব সহজেই জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে সেটি দিয়ে আপনি সব ধরনের কার্যক্রম করতে পারবেন জন্ম নিবন্ধন সংক্রান্ত।

অনলাইন জন্ম এবং মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/  প্রবেশ করে আপনার জন্ম নিবন্ধন এর ১৭ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই অনলাইন জন্ম নিবন্ধন ডাউনলোড pdf করে সব ধরনের কার্যক্রম করতে পারবেন। তো কিভাবে কাজগুলি আপনারা করবেন নিচে থেকে সকল বিষয় দেখিয়ে দিচ্ছি।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড psd করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে

  • একটি স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস
  • ইন্টারনেট কানেকশন একটি ওয়েব ব্রাউজার।
  • জন্ম নিবন্ধনে থাকা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার।
  • জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ।

উপরের এই সকল বিষয়ে আপনার থাকলে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন খুব সহজে।

নতুন এবং হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড ২০২৪

এখন আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম।

প্রথমে বলে রাখা ভালো যদি আপনার জন্ম নিবন্ধনটি ১৬ ডিজিটের হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি কোনভাবেই অনলাইনের
মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন না। এজন্য খুব সহজেই আপনার ১৬ ডিজিট এর জন্ম নিবন্ধন হলে তা শেষের ডিজিট এর আগে একটি শূন্য যোগ করে আপনার জন্ম নিবন্ধন পত্রটি ১৭ ডিজিটের করতে পারেন।

বলে রাখা ভালো যে শুধুমাত্র ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

ধাপ #

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য প্রথমেই এই লিংকে আপনি প্রবেশ করুন। এই ওয়েবসাইটটি জন্ম এবং মৃত্যু সনদ
সম্পর্কিত বাংলাদেশ সরকারের নিজস্ব ওয়েবসাইট।

নিচের ছবির দিকে লক্ষ্য করুন

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

 

ধাপ #

এখন আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে প্রথমে আপনারা দেখতে পাবেন “Birth Registration Number ” এই অপশনের খালি বক্সে আপনি আপনার জন্ম নিবন্ধন এর ১৭ ডিজিটের নাম্বারটি প্রবেশ করুন।

নিচের দিকে আসলে দেখতে পাবেন “Date of Birth (yyyy/mm/dd)” এই খালি বক্সে আপনি আপনার জন্ম নিবন্ধন স্লিপে
অথবা জন্মনিবন্ধনে থাকা জন্ম তারিখ মাস এবং সালটি প্রবেশ করুন।

পর্যায়ে নিচের দিকে আসলে আপনার “the answer isবলে আরেকটি বক্স দেখতে পাবেন উপরে আপনাকে কিছু সংখ্যায়
প্রশ্ন থাকবে সেটি আপনি আনসার টি খালি বক্সে লিখে দিবেন।

ম্যাচ উপরের এই তিনটি অপশন ফিলাপ করলে আপনার দ্বিতীয় ধাপে কাজ শেষ নিচে থেকে আপনি “search” এই অপশনটির উপরে ক্লিক করে দিন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

 

ধাপ #

এই ধাপে আপনি আপনার অনলাইনে থাকা জন্ম নিবন্ধনটি আপনার সামনে দেখতে পাবেন।

ধাপ #

এখন আপনি এখান থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট দিতে পারবেন। জন্ম নিবন্ধন টি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে Ctrl+P প্রেস করুন। এখন আপনি চাইলে সরাসরি আপনার জন্ম নিবন্ধনটি আপনার সংযুক্ত প্রিন্টারে প্রিন্ট দিতে পারবেন। সেভ দেওয়ার জন্য বা ডাউনলোড করার জন্য print to PDF এই অপশনটির উপরে ক্লিক করে সেভ করে রাখতে পারবেন।

উপরের নিয়ম অনুসরণ করলে খুব সহজে জন্ম নিবন্ধন ডাউনলোড করে আপনার কম্পিউটার ডিভাইসে রেখে দিতে পারবেন।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

যারা কাজটি মোবাইল ফোনের মাধ্যমে করতে চান নিচের নিয়মটি অনুসরণ করুন-

মোবাইল ফোন দিয়ে জন্ম নিবন্ধন ডাউনলোড এবং প্রিন্ট করার নিয়মটি একটু অন্যরকম।

মোবাইল দিয়ে আপনার জন্ম নিবন্ধন বের করার পর আপনি জন্ম নিবন্ধনটি সরাসরি প্রিন্ট করা বা সেভ দেওয়ার কোন সিস্টেম নেই। এজন্য জন্ম নিবন্ধনটি আপনি আপনার মোবাইল ফোনে স্ক্রিনশট দিয়ে নিন।

পরবর্তীতে আপনি রিসাইজ করে জন্ম নিবন্ধনটি সেভ করে আপনার মোবাইল ফোনে রেখে দিতে পারবেন এবং স্থানীয় কোন কম্পিউটার বা সেবা প্রদানকারী দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন ডাউনলোড করা খুবই সহজ ।জন্ম নিবন্ধনের মূল কপিটি হাতে পাওয়ার পূর্ব পর্যন্ত প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবেন সকল ধরনের কাজে।

আশা করছি আপনারা যারা অনলাইনে জন্ম নিবন্ধন ডাউনলোড এবং প্রিন্ট করার কথা ভাবছিলেন তার নিয়মটি অনুসরণ করেই কাজ করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

আপনারা যারা হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন খুঁজে পাওয়ার জন্য অনলাইনে আপনাদের জন্ম নিবন্ধন আছে কিনা বা অনলাইন থেকে অনলাইন জন্ম নিবন্ধন কপিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা নিচের নিয়মটি অনুসরণ করুন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ হাতে টাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আপনার এই কাজটি করতে পারবেন।

এইটি কাজটি করার জন্য আপনারা “everify.bdris.gov.bdএই লিংকের উপরে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে সরাসরি চলে যাবেন।

এরপর আপনার সামনে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সনদ প্রদানকারী ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনি কাটার জন্ম নিবন্ধন থাকা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার। এবং নিচে থাকা জন্ম নিবন্ধনে জন্ম তারিখ। এবং ক্যাপচা ফিলাপ করে নিচে থাকা “searchঅপশনের উপরে ক্লিক
করে দিন। যদি আপনার অনলাইনে জন্ম নিবন্ধন থেকে থাকে এবং উপরে সকল ইনফরমেশন সঠিক হয়ে থাকে তাহলে এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন কপিটি দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন টি প্রিন্ট দেওয়া বা সেভ করার জন্য আপনার কিবোর্ড থেকে Ctrl+P চাপ দিয়ে আপনার কম্পিউটার ডিভাইসের
সেভ করে দিন অথবা সরাসরি আপনার নির্দিষ্ট প্রিন্টার ডিভাইসের প্রিন্ট করে ফেলুন।

এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে আপনার জন্ম
নিবন্ধন যাচাই করুন।

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করার উপায়

আপনারা চাইলে খুব সহজেই অনলাইন এর মাধ্যমে আপনার অথবা আপনার সন্তানের জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন।

প্রথমেই আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস Google গিয়ে এই লিংকটিরhttps://bdris.gov.bd/br/applicationউপরে ক্লিক করে এই আর সাইটটিতে প্রবেশ করুন।

এরপর প্রয়োজনে তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরমটি সাবমিট করুন। সঠিকভাবে আবেদন ফরমটি সাবমিট করা হয়ে গেলে আবেদন ফরমটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করুন।

নিকটস্থ ইউনিয়ন কাউন্সিল সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় গিয়ে আপনারা আবেদন ফরমের সঙ্গে প্রয়োজনে কাগজপত্র দিয়ে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করে আসুন।

তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রটি কমপ্লিট হয়ে যাবে। বিস্তারিত জানুন এই লিংক থেকে।

জন্ম নিবন্ধন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

নতুন জন্ম নিবন্ধন আবেদন লিংক?

অনলাইনে মাধ্যমে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে এই লিংকটি ভিজিট করুন- https://bdris.gov.bd/br/application

হারিয়ে যাওয়ার জন্ম নিবন্ধন ফেরত পাওয়ার উপায় কি?

অনলাইনের মাধ্যমে হারিয়ে জন্ম নিবন্ধন এক মিনিটে ফেরত পাবেন। এজন্য আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকতে হবে।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক অ্যাপের কি আছে?

গুগল প্লে স্টোরে গিয়ে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক অ্যাপ লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে।

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত?

এটি যাচাই করার কোন প্রকার ফি নেই। অনলাইনে বিনামূল্যে এটি যাচাই করতে পারবেন।

এনালগ জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধনে পরিবর্তন করা যায় কি?

হ্যাঁ আপনারা চাইলে এনালগ জন্ম নিবন্ধনকে ডিজিটাল জন্ম নিবন্ধনে পরিবর্তন করতে পারবেন।

জন্ম নিবন্ধন করতে কতদিন সময় লাগে?

অনলাইনের মাধ্যমে আবেদন করে ইউনিয়ন পরিষদে আবেদন ফরমটি জমা দিলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে জন্ম নিবন্ধন অনলাইনে পেয়ে যাবেন।

শেষ কথা – যারা অনলাইন জন্ম নিবন্ধন ডাউনলোড সম্পর্কে জানতে চেয়েছিলেন সম্পূর্ণ বিষয়টি উপরে পোস্টে জানানো হয়েছে। এছাড়াও আরো যে সকল বিষয় আপনারা জানতে চান তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন এবং জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল বিষয় জানতে আমাদের পোস্ট গুলি পড়ুন।

জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল পোষ্টের ভিডিও পেতে আমাদের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।

বিশেষ দ্রষ্টব্য – সম্পূর্ণ ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

নতুন ভাবে জন্ম সনদ করতে কি কি লাগে?

জন্ম সনদ বাতিলের আবেদন করার সঠিক নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সনদ ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট করবেন যেভাবে

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Leave a Comment