জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় কি

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি? হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে এবং জন্ম নিবন্ধন সনদের প্রতিলিপির জন্য আবেদন করবেন যেভাবে।

একজন বাংলাদেশ নাগরিকের জন্ম নিবন্ধন সনদ হচ্ছে একজন ব্যক্তির নাগরিকত্ব যা তার সর্বপ্রথম প্রমাণ বা স্বীকৃতি পত্র। বর্তমানে জন্ম নিবন্ধন অনলাইন এর মাধ্যমে ডিজিটাল করণ করা যায়। যার ফলে জন্ম নিবন্ধন হারিয়ে গেলেও অনলাইনের মাধ্যমে কিন্তু খুব সহজেই খুঁজে বের করা যায়। তাই জন্ম নিবন্ধন বর্তমানে এত পরিমান গুরুত্বপূর্ণ
একটি ডকুমেন্টে যা হারিয়ে গেলে আমরা অনেকেই বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যাই।

তাই আজকে আমি আপনাদেরকে জানাবো, jonmo nibondhon hariya hele kivabe ta paben অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় কি? কিভাবে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করবেন
এবং জন্ম নিবন্ধন সনদের প্রতিলিপির জন্য আবেদন করবেন।আর অনেকের জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করবে তা নিয়ে বিভিন্ন ধরনের চিন্তায় পড়ে যায়। কিন্তু আপনি যদি জন্ম নিবন্ধন হারিয়ে যাওয়া খুঁজে বের করতে চান?
তাহলে সম্পূর্ণ এই পোস্টটি পড়ুন এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে খুব সহজে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন কিভাবে
আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড দিবেন? কিভাবে আবেদন করবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় জানতে পারবেন।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়

আপনার যদি বার্থ সার্টিফিকেট হারায় অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন হারিয়ে যায় সে ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া ডিজিটাল জন্ম নিবন্ধনটি বের করে অনলাইন কপি দিয়ে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন অনলাইন কপি খুঁজে বের করতে বা হারানো জন্ম নিবন্ধন যাচাই করতে এই লিংকটি ভিজিট করুন।

এছাড়া আপনার জন্ম নিবন্ধন যদি এনালগ হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ পুন: মুদ্রণের জন্য আবেদন করা। এবং সঠিকভাবে অনলাইনে আবেদন করা হলে আবেদন কপিটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ -পৌরসভা বা সিটি কর্পোরেশনের কার্যালয় জমা দিতে হবে। যদি সম্ভব হয় আবেদনের সঙ্গে জন্ম নিবন্ধন সনদের এক ক ফটোকপি ও জমা দিতে হবে।

কিভাবে আপনারা জন্ম নিবন্ধন পুন:মুদ্রণের জন্য আবেদন করবেন সেই প্রসেসটি নিচে দেখাচ্ছি-

ধাপ ১#  জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন করার জন্য আপনার কম্পিউটার অথবা মোবাইল ডিভাইসে এই লিংকটি ভিজিট করুন। আপনার সামনে জন্ম নিবন্ধন এর https://bdris.gov.bd/ এই ওয়েবসাইটের হোম পেজটি চলে আসবে।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

ধাপ ২# হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন এর সনদ পুন: মুদ্রণের আবেদন করার জন্য ওয়েবসাইটে থাকা জন্ম নিবন্ধন সেখান থেকে” জন্ম নিবন্ধন সনদ পুন: মুদ্রণ” এই অপশনটি বাছাই করুন। নিচের ছবির সঙ্গে মিলিয়ে
নিন সেক্ষেত্রে আপনার সহজ হবে কাজটি।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

ধাপ ৩# পরবর্তী ধাপে জন্ম নিবন্ধন প্রতিলিপির ফরম পূরণের জন্য আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার
ও জন্ম তারিখ দেওয়ার একটি প্যানেল আপনার সামনে চলে আসবে। এখানে আপনি আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন নাম্বার এবং হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখটি দিয়ে দিন।

নিচে আপনাকে ক্যাপচা পূরণ করার একটি অপশন আসবে এখান থেকে আপনি সুন্দর ভাবে আপনার ক্যাপচার্টি পূরণ করে নিন। উপরের সকল ইনফরমেশন সঠিক থাকলে নিচে থাকা “অনুসন্ধান “অপশনটির উপরে প্রেস করুন।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

 

ধাপ ৪# অনুসন্ধান করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নিচে আপনার জন্ম নিবন্ধন টি শো করবে বা দেখতে পাবেন। এরপর আপনি পাশে থাকা “নির্বাচন করুন “এই অপশন টির উপরে ক্লিক করে দিন।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

ধাপ ০৫# এভাবে আপনার সামনে জন্ম নিবন্ধন কার্যালয়ের ঠিকানা বাছাই করার অপশনটি আসবে। এবার আপনি যে নিবন্ধনকের অফিস থেকে জন্ম নিবন্ধন করেছেন তা সিলেক্টকরুন।আমাদের মধ্যে অনেকে আছে যারা এক এলাকায় জন্ম নিবন্ধন করেছেন এবং অন্য এলাকায় বসবাস করছেন এমন তো অবস্থায় অবশ্যই আপনাকে পূর্বের যে এলাকা থেকে নিবন্ধন করেছিলেন সেই এলাকা বাছাই করতে হবে।

আবার অনেকে রয়েছে দেশের বাইরে থেকে আবেদন করে সেই দেশ এবং সে দেশের অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সিলেক্ট করতে হবে তাদের ক্ষেত্রে।

ধাপ ০৬# এ ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। আবেদনকারীর শহীত সম্পর্ক ।এখানে আপনি যার জন্য আবেদন করছেন তার আপনি যে সম্পর্কের হন সেই সম্পর্কে দিয়ে দিবেন আর আপনি নিজে হলে নিজ “সিলেক্ট করে দিন।

নিচের দিকে আসলে আবেদন কারীর নাম/ বক্স পাবেন এখানে আবেদনকারীর নাম দিয়ে দিবেন। ইমেইল দেওয়ার অপশন থাকবে এখানে চাইলে আপনার ইমেইনটি দিয়ে দিবেন।

জন্ম নিবন্ধনে থাকা যে ফোন নাম্বার রয়েছে সে ফোন নাম্বারটি শো করবে আপনি যা এখান থেকে সে ফোন নাম্বারটি সিলেক্ট করে দিতে পারবেন।

উপরে সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হয়ে গেলে পাশে থাকা “সাবমিট” অপশনটির উপরে জাস্ট ক্লিক
করে দিয়ে আপনার জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদনটি সাবমিট করুন।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

উপরের সকল নিয়মগুলি ঠিকঠাক থাকলে খুব সহজেই আপনি হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন এর জন্ম নিবন্ধন পুন:মুদন আবেদন কপি প্রিন্ট আউট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কার্যালয়ে জমা দিতে পারবেন।

জমা দেওয়ার ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপনি হারিয়ে যাওয়া জন্ম সনদটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন।

হারানো জন্ম নিবন্ধন এর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ না থাকলে যা করবেন?

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন এর জন্য প্রতিলিপির আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধনের থাকা জন্ম তারিখটি প্রয়োজন পড়বে। এজন্য অবশ্যই আপনাকে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধন নাম্বারটি এবং জন্ম তারিখটি বেরকরতেহবে।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

হারানো জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ জানা না থাকলে আপনি সরাসরি সশরীরে আপনি যে নিবন্ধকের কার্যালয় নিবন্ধন করে ছিলেন সেখানে যান। জন্ম নিবন্ধনের নিবন্ধন কার্যালয় হতে পারে আপনার গ্রামের ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিস। প্রত্যেকটি নিবন্ধন কার্যালয়ে প্রত্যেকটি নিবন্ধকের ডাটাবেজ রয়েছে। সেই ডাটা থেকে আপনি আপনার নাম পিতার নাম দিয়ে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখটি পেয়েযাবেন।

এক্ষেত্রে জন্ম নিবন্ধনের কার্যালয় যাওয়ার পূর্বে অবশ্যই আপনার নিজের পরিচিত আত্মীয়-স্বজন যারা সেই নিবন্ধন কার্যালয় জন্ম নিবন্ধন করেছিল তাদের কারো একজনের জন্ম নিবন্ধন এর কপিটি হাতে করে নিয়ে যান। প্রমাণপত্র হিসাবে সেটি কাজে লাগতে পারে বা ডাটাবেজ থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ বের করতে কাজে লাগতে পারে। এই মাধ্যম ছাড়া হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ বের করা সম্ভব না।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন ডাউনলোড

যেকোনো ধরনের অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বার জানাথাকতেহবে।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন ডাউনলোড করার জন্য অনলাইনে কম্পিউটার অথবা মোবাইলে গিয়ে আপনি ভিজিট করুন “everify.bdris.gov.bd ” ।

এই ধাপে আপনি আমরা ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিন।

নিচে থেকে গাণিতিক ক্যাপচাটির উত্তর লিখে” সার্চ” অপশনটির উপরে ক্লিক করে
দিন।

আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনটি যদি অনলাইন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সামনে আপনার জন্ম নিবন্ধনটি আপনি দেখতেপাবেন।

এখান থেকে আপনি মোবাইল ডিভাইজে জন্ম নিবন্ধন টি ডাউনলোড দিতে। স্ক্রিনশট নিয়ে আপনি ক্রোপ করে
আপনার জন্ম নিবন্ধনটি সুন্দরভাবে ডাউনলোড দিয়ে আপনার মোবাইলে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে এই জন্ম নিবন্ধন সনদ ফাইলটি যে কোন কম্পিউটারের প্রিন্ট দোকান থেকে প্রিন্ট আউট করে কাজ করতে পারবেন।

কম্পিউটার ডিভাইস থেকে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন ডাউনলোড করতে ctlr+P চাপ দিয়ে প্রথমেই প্রিন্টার অপশন বাছাই করুন। এরপর আপনি save to pdf বলে একটি অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন কপিটি আপনার ডিভাইজে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

জন্ম নিবন্ধন  হারিয়ে গেলে কিভাবে পাব?

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে অনলাইনে জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন করতে হবে।

জন্ম নিবন্ধন হারিয়ে গেছে কিন্তু আমার জন্ম নিবন্ধন নাম্বার মনে নেই কিভাবে পাব?

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভায় উপস্থিতি কর্পোরেশনে আপনার পরিবারের কারো জন্ম নিবন্ধন সনদের ফটোকপি নিয়ে যেয়ে তাদেরকে আপনার জন্ম নিবন্ধন দিয়ে হারিয়ে গেছে সেই বিষয়টি অবগত করুন। তারা আপনার নাম দিয়ে ডাটাবেজ থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি আপনাকে প্রদান করবে।

এনালগ জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন করা যায়?

জি বর্তমানে এনালগ জন্ম নিবন্ধনটি ডিজিটাল জন্ম নিবন্ধন অনলাইন এর মাধ্যমে করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করা সম্ভব কিনা?

জি বর্তমানে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল বিষয় গুলি অনলাইন এর মাধ্যমে করা সম্ভব।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম?

খুব সহজে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন অনলাইন কপি আপনারা ডাউনলোড করতে পারবেন নিচে লিঙ্ক থেকে।

 ১৭ ডিজিটের কম জন্ম নিবন্ধন নাম্বার হলে করণীয় কি?

১৭ ডিজিটের কম জন্ম নিবন্ধন নাম্বার হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আপনার পুরাতন জন্ম সনদটি জমা দিয়ে ১৭ডিজিট এর জন্ম নিবন্ধন নম্বর সম্মিলিত সনদ নেওয়া যাবে।

শেষ কথা – জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় এ বিষয়টি নিয়ে ভাবনায় ছিলেন তাদেরকে উপের সম্পূর্ণ বিষয়টি কিভাবে সমাধান করবে সে বিষয়টি অবগত করেছি।

আশা করছি উপরের এই নিয়ম-কানুন গুলি অনুসরণ করলে খুব সহজেই আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জন্ম সনদটি ফেরত পাবেন।

বিশেষ দ্রষ্টব্য-আমাদের এই পোষ্টের মধ্যে ভাষার জনিত কোন দোষ ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও জন্ম সনদ সম্পর্কে যা সকল বিষয় জানতে আমাদের পোস্টের জন্ম সনদ ক্যাটাগরিটি ভিজিট করুন।

আপনার জন্য আরও-

নতুন নিয়মে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps

আপনার জন্য আরো 

  • ইউটিউবে – ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে–এখানে ভিজিট করুন
  • ফেসবুকে- ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন

Leave a Comment