অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম | Jonmo Nibondhon Correction

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন –জন্ম নিবন্ধন এর কোন তথ্য যদি ভুল থাকে তাহলে খুব সহজেই আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে থেকে দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করে তা হাতে আনতে পারবেন। জানুন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত।

তবে অনেক সময় আমরা অনেক ভাবে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম সম্পর্কে গুগলে সার্চ করে থাকি।তাই আপনাদের সুবিধার্থে আপনারা এই পোস্ট থেকে যে সকল বিষয় জানতে পারবেন তা শুরুতে আমি দিয়ে দিচ্ছি

জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করবেন এবং জন্ম নিবন্ধন সংশোধন আবেদন কিভাবে করবেন?কোন মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন করলে খুব সহজেই জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা সম্পর্কের জানতে পারবেন এবং কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করার সঙ্গে সঙ্গে সংশোধিত জন্ম নিবন্ধনটি ডাউনলোড দিবেন সে সম্পর্কেও জানতে পারবে।

আবার অনেক সময় আমরা জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড করে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের
আবেদন করে থাকি ।তাই জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ফরম ডাউনলোড pdf ফাইল কিভাবে সংগ্রহ করবো এবং জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট দিবো। এই সকল বিষয় থেকে শুরু করে জন্ম নিবন্ধন সংশোধন ফি কত টাকা এবং জন্ম নিবন্ধন সংশোধন পেমেন্ট মেথড গুলো কি কি?কিভাবে সহজে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন ফি মোবাইল ব্যাংকিং দিয়ে টাকা পেমেন্ট করবেন এই সকল বিষয় জানতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

শুরুতেই আমরা সংক্ষেপে জেনে নিবো অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম। অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য জন্ম নিবন্ধন আবেদন করতে এই লিংকটির উপরে ক্লিক করুন ”  https://bdris.gov.bd/br/correction  আপনার সামনে জন্ম নিবন্ধন সংশোধের আবেদনের ইন্টারফেস চলে আসবে।

এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম নিবন্ধন তারিখ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার জন্ম নিবন্ধন সার্চ” করুন। এরপর সংশোধিত তথ্য সঠিকভাবে দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন পত্রটি অনলাইনে সাবমিট করুন। সঠিকভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্রটি আবেদন করা হলে আবেদনের প্রিন্ট কপি প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন অফিসে জমা দিন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন জমা দেওয়া হলে অনলাইনেই জন্ম নিবন্ধন সংশোধন ফি জমা দিতে হবে
এবং পেমেন্টের
চালান কপি আবেদনের সাথে জমা দিন কর্তৃপক্ষ অনুমোদন করলে নিবন্ধন তথ্য সংশোধন হয়ে যাবে। অর্থাৎ উপরের সকল প্রসেস গুলো সঠিকভাবে হয়ে থাকলে জন্ম নিবন্ধক অফিসের কর্তৃপক্ষ সেটি অনুমোদন করে
থেকে কার্য দিবসের মধ্যে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধিত হয়ে যাবে।

তবে অবশ্যই আপনার খেয়াল করতে হবে যে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার আগে আপনার
জন্ম নিবন্ধন সনদপত্রটি ডিজিটাল অনলাইন কপি কিনা অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইনে করা
আছে কিনা?

জন্ম নিবন্ধন সংশোধন ফি কত?

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে? সকল বিষয়ে নিচে আপনারা জানতে পারবেন জন্ম নিবন্ধন সংশোধন
ফি কত?  বা জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে?

জন্ম নিবন্ধন সংশোধন ফি অর্থাৎ খরচ জন্ম নিবন্ধন সংশোধনের ধরনের উপরে নির্ভর করে। তবে যেকোনো ধরনের সংশোধনের জন্য ২০০ থেকে ৩০০ টাকা হলেই আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে সরকার জন্ম নিবন্ধন সংশোধনী যেভাবে নির্ধারণ করেছে তা নিচে দিয়ে দিচ্ছি

.জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধনের জন্য ফি ১০০ টাকা।

.জন্ম তারিখ ব্যতীত শুধুমাত্র নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য ৫০
টাকা।

.বাংলা ইংরেজি উভয় ভাষা সনদের নকল সরবরাহ অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ সরবরাহের জন্য ৫০ টাকা।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং সংশোধনের ধরন অনুযায়ী ডকুমেন্টস এর ভিন্নতা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করছি। যাতে খুব সহজেই আপনি জন্ম নিবন্ধন সংশোধন করার পূর্বেই এই সকল কাগজপত্র বা ডকুমেন্টসগুলো রেডি করে নিজের কাছে রাখতে পারেন যা আপনার সময় বাচাতে সাহায্য করবে।

নামজন্মতারিখ পিতামাতার নাম সংশোধনীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • জন্ম নিবন্ধন সংশোধন আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র।
  • জন্ম নিবন্ধন সংশোধন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ।
  • জন্ম নিবন্ধন সংশোধন আবেদনকারীর পাসপোর্ট এর কপি (যদি থাকে)
  • জন্ম নিবন্ধন সংশোধন আবেদনকারী পিতামাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র।
  • জন্ম নিবন্ধন সংশোধন আবেদনকারী টিকা কার্ড বা হাসপাতালের সনদপত্র।

জন্ম নিবন্ধন সংশোধন স্থায়ী ঠিকানা পরিবর্তন প্রয়োজনীয় কাগজপত্র

  • উপরের সকল বিষয় থাকবে পাশাপাশি স্থায়ী ঠিকানা পরিবর্তন করার জন্য কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র এবং স্থায়ী ঠিকানা হালনাগাদ কর পরিষদের রশিদ।

জন্ম নিবন্ধন সংশোধন বর্তমান ঠিকানার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • উপরের সকল প্রয়োজনে কাগজপত্র সঙ্গে বিদ্যুৎ বিলের কপি।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন

এখন আমি আপনাদেরকে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করবেন ধাপে ধাপে তা জানাবো

ধাপ # জন্ম নিবন্ধন ওয়েবসাইট ভিজিট

প্রথমেই আপনি আমাদের দেওয়া এই লিঙ্কে প্রবেশ করে জন্ম নিবন্ধনের এই ওয়েবসাইটটি ওপেন করে নিন। জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদনের হোম ইন্টারফেসটি আপনার সামনে আসলে এখানে আপনার পিতামাতা নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন বলে কিছু নিয়ম এখানে আপনারা দেখতে পাবেন নিয়মটি অবশ্যই সুন্দরভাবে পড়ে নেন সে ক্ষেত্রে আপনার এই আবেদনটি করতে সহজ হবে।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

নিচের দিকে আসলে জন্ম নিবন্ধন নাম্বার এই বক্সে আপনি আপনার জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার নাম্বারটি
দিয়ে নিন (আপনার যদি ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন না থাকে সে ক্ষেত্রে কিভাবে ১৬ সংখ্যার জন্ম নিবন্ধন কে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধনের পরিবর্তন করবেন সে বিষয়ে বিস্তারিত দেখুন)

জন্ম তারিখ
জন্ম নিবন্ধনে থাকা যে তারিখটি রয়েছে খালি বক্সে আপনি জন্ম নিবন্ধনের তারিখটি বসিয়ে দিন। ক্যাপচা এখানে ক্যাপচা থাকবে আপনি ক্যাপচাটি সঠিকভাবে
পূরণ করে অনুসন্ধান অপশনটির উপরে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

আপনার জন্ম নিবন্ধনটি যদি ডিজিটাল অনলাইন হয়ে থাকে সঙ্গে সঙ্গে নিচের ছবির মত আপনি
আপনার জন্ম নিবন্ধন নাম্বার /জন্ম নিবন্ধনের নাম /বাবার নাম সকল কিছু পেয়ে যাবেন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

নিচে থাকানির্বাচন করুনএই অপশন টির উপরে ক্লিক করে দিন।

ধাপ # সংশোধনের তথ্য নির্বাচন

বলে রাখা ভালো যে, একটি জন্ম নিবন্ধন সর্বোচ্চ আপনি বার সংশোধন করতে পারবেন। ধাপে জন্ম নিবন্ধন সনদের যে তথ্যগুলো সংশোধন করতে চান?  এখান থেকে তা নির্বাচন করে আপনার সঠিক যে তথ্য সেটি লিখে দিন।

বিষয়এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে সকল তথ্য জন্ম নিবন্ধনে থাকে সকল তথ্য গুলি আপনি দেখতে পাবেন এখান থেকে যে তথ্যটি আপনি সংশোধন করতে চান তা নির্বাচন করুন।

চাহিত সংশোধিত তথ্য এই ঘরে আপনার সঠিক তথ্যটি আপনি লিখে দিন।

সংশোধনের কারণ এই বক্সে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেনভুল লিপিবদ্ধ করা হয়েছিলএটি আপনি নির্বাচন করুন। এভাবে আপনি সর্বোচ্চ সাতটি সংশোধনী এখান থেকে করতে পারবেন।পাশে আপনি ডিলিট অপশন দেখতে পাবেন ভুলবশত কোনটি সংযোজন করা হলে ডিলিট অপশন থেকে তা মুছে
ফেলতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

ধাপ # জন্মস্থানের ঠিকানা নির্বাচন

এই ধাপে নিচের দিকে আসলে জন্মস্থানের ঠিকানা, আপনার দেশ /স্থায়ী ঠিকানা/আপনার বর্তমান ঠিকানা এগুলো সঠিকভাবে নির্বাচন করুন।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

এছাড়াও আপনার প্রমাণপত্র হিসাবে যদি কোন সংযোজন থাকে তাহলে নিচে থাকা সংযোজন অপশনে ক্লিক করে আপনার সেই ফাইলটি আপলোড করুন। এভাবে আপনার যদি কোন ইনফরমেশন ভুল হয় সে ক্ষেত্রে
আপনি ডিলিট অপশন থেকে ডিলিট করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

ধাপ # আবেদনকারী তথ্য নির্বাচন

নিচের দিকে আসলে আপনি আবেদনকারী তথ্য বলে একটি সেকশন ছবির মতো দেখতে পাবেন।

এখানে আপনি এই জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের আবেদনাধীর ব্যক্তির সঙ্গে সম্পর্ক কি সেটি টিক দিয়ে দিন। পাশাপাশি এখান থেকে আপনি আপনার ইমেইল, ফোন নাম্বার দিয়ে ওটিপি পাঠান এবং ওটিপি বক্সে একটি ভেরিফাই করে সাবমিট” করুন।পরবর্তীতে আপনার সামনে পেমেন্ট অপশন অর্থাৎ জন্ম নিবন্ধন সংশোধন ফি সিলেক্ট করে আপনাকে পেমেন্ট করতে হবে।

উপরে সকল ইনফরমেশন গুলো ঠিকঠাক থাকলে পুনরায় তথ্যগুলো চেক করে সাবমিট বাটনে ক্লিক করে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন আবেদনটি জমা দিন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

ধাপ # জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন জমার পর আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি রেফারেন্স নাম্বার পাবেন এগুলো সংগ্রহ করে অবশ্যই রাখবেন। পরবর্তীতে সংশোধন ফরম ডাউনলোড প্রিন্ট করে সংশ্লিষ্ট আপনার ইউনিয়ন পরিষদ /পৌরসভা/ সিটি কর্পোরেশন অফিসে জমা দিন।

ধাপ # জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক

উপরের সঠিকভাবে অনলাইন জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা এবং আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে
নিকটস্থ ইউনিয়ন পরিষদ/ সিটি কর্পোরেশন/ পৌরসভাতে জমা দেওয়ার পর জন্ম নিবন্ধন সংশোধন আবেদন বর্তমান অবস্থা জানার জন্য। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন সংশোধন তথ্যগুলি হয়েছে কিনা সেটি দেখার
জন্যhttps://sobaritbd.com/online-jonmo-nibondhon-check/  এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধন পত্রে থাকা জন্ম নিবন্ধন তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন পত্রের বর্তমান অবস্থা জানুন।

আশা করছি আপনারা যদি একদম সঠিক নিয়মে উপরের দেখানোর নিয়ম অনুসরণ করে সঠিকভাবে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করে জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন করে থাকেন তাহলে অবশ্যই সফলভাবে কাজটি করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ফরম ডাউনলোড pdf

আপনার যারা জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ফরম ডাউনলোড করে সেই ফরমটি  পূরণ করে নিজে হাতে নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার জন্ম নিবন্ধন অফিস জমা দিতে চাচ্ছেন? তারা খুব সহজেই চাইলে নিচে থাকায় লিংকে ব্যবহার করে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ফরম ডাউনলোড pdf ফাইলটি নিতে পারবেন। ডাউনলোড

জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করার নিয়ম

অনেকেই হয়তো বা জানে না বর্তমানে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার ক্ষেত্রে একটি সংবাদ প্রকাশ হয়েছে।জন্ম নিবন্ধনে পাসপোর্ট জাতীয় পরিচয় পত্র শিক্ষা সনদের তথ্য অনুসারে বয়স সংশোধন বন্ধ করা হয়েছে। তবে নিবন্ধকের ভুল বা অন্যান্য কোন ভুলের কারণে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে শুধুমাত্র তারিখ মাস সংশোধন করা যাবে উপজেলা প্রশাসন জেলা নির্বাচনদের কার্যালয় থেকে।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি?

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে তা দ্রুত ফেরত পাওয়ার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে জন্ম নিবন্ধন হারিয়ে গেলে অনলাইনে আবেদন করার জন্য বিস্তারিত দেখুন।

জন্ম নিবন্ধন এর বর্তমান অবস্থা

জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা চেক করার জন্য জন্ম এবং মৃত্যুর সনদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখানে প্রয়োজনীয় আপনার জন্ম নিবন্ধন নাম্বার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে যাচাই করুন। বিস্তারিত

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন সংক্রান্ত প্রশ্ন উত্তর

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য কি কি লাগে?

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য সাধারণত জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, চেয়ারম্যান কর্তৃক প্রাপ্ত প্রত্যায়ন, বিশেষ ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট পিতামাতার জাতীয় পরিচয় পত্র, হোল্ডিং ট্যাক্সের রশিদ ইত্যাদি প্রয়োজন হয়।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কিছু টাকা লাগে?

সংশোধনী তথ্য অনুযায়ী সরকারিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত লেগে থাকে।

জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করব?

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে, সেই আবেদন পত্রটি প্রিন্ট আউট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনি আপনার ইউনিয়ন পরিষদ/ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করবেন

জন্ম নিবন্ধন সংশোধন করতে কতদিন লাগে?

জন্ম নিবন্ধন সংশোধন জমা আবেদন পত্রটি জমা দেওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সংশোধনী হয়ে যায়।

জন্ম নিবন্ধন কতবার সংশোধন করা যায়?

পূর্বে সর্বমোট চারবার সংশোধন করা যেত কিন্তু বর্তমান নতুন নিয়ম অনুসারে জন্ম নিবন্ধন মোট সাতবার সংশোধন
করা যায়।

জন্ম নিবন্ধন সংশোধন ফ্রম কোথায় জমা দিতে হয়?

জন্ম নিবন্ধন সংশোধন ফ্রম অনলাইন থেকে ডাউনলোড করার পর তা পূরণ করে নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন জমা দিতে হবে।

আমার জন্ম নিবন্ধন নামের বানান ভুল আমি কি সঠিক বানান দিয়ে জাতীয় পরিচয় পত্র করতে পারব?

এই প্রশ্নটি অনেকে করে থাকেন তো এটির উত্তর হচ্ছে না।আপনাকে প্রথম অন্য কোন প্রমাণ স্বার্থ জন্ম নিবন্ধনের সনদের নামের বানান সংশোধন করতে হবে তারপরে জাতীয় পরিচয় পত্র করতে হবে।

পাসপোর্ট দিয়ে জন্ম সনদ নিবন্ধন করা যাবে?

হ্যাঁ আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট এর কপি দিয়েও জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য – সম্পূর্ণ ইনফরমেশন গুলো অনলাইন থেকে সংগৃহীত।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

নতুন ভাবে জন্ম সনদ করতে কি কি লাগে?

জন্ম সনদ বাতিলের আবেদন করার সঠিক নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সনদ ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট করবেন যেভাবে

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

1 thought on “অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম | Jonmo Nibondhon Correction”

Leave a Comment